কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের কেরানীগঞ্জের কালিন্দী দেওশুর ব্রিজের উপরে অটোরিকশা ও সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অটোরিকশাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা সিএনজির আগুন নিভিয়ে ফেলায় সামান্য ক্ষতি হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
[caption id="attachment_487" align="alignnone" width="300"] আগুনে পুড়ে যাওয়া অটোরিকশাটি[/caption]
সিএনজি ড্রাইভার বাহাদুর মিয়া জানান, যাত্রী বোঝাই সিএনজি নিয়ে ব্রিজের উপরে ওঠার সাথে সাথেই কয়েকজন যুবক তার সিএনজি ও একটি অটো রিক্সার গতি রোধ করে বোতলে থাকা দাহ্য কিছু পদার্থ ঢেলে সাথে সাথে আগুন লাগিয়ে দেয়। যাত্রীরা কোন রকমে দৌড়ে বেরিয়ে প্রাণে রক্ষা পান। আগুন লাগিয়ে যুবকরা যাওয়ার সময় জিয়ার সৈনিক স্লোগান দিয়ে এলাকা ত্যাগ করে।
কেরানীগঞ্জে মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে নিয়ে অটোরিকশাটির আগুন নেভাতে সক্ষম হয়। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সিএনজি ড্রাইভার এর ভাষ্য অনুযায়ী তারা একটি রাজনৈতিক দলের সদস্য।দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হতে পারে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলেও ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।