প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৩ , ১১:৩৯:১৯ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বাবার সাথে খালে গোসল করতে গিয়ে রাফি আহমেদ হিমেল (৮) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। রাফি পরিবারের সাথে ইকুরিয়া দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকত। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। তার পিতার নাম রায়হান মিয়া পেশায় একজন দিনমজুর।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের সারিঘাট এলাকার খালে বাবার সাথে রাফি গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাফির বাবা রায়হান মিয়া জানান, ‘দুপুরে স্ত্রী সন্তানকে নিয়ে সারিঘাটে গিয়েছিলাম। সেখানে খালে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত রাফি পানিতে ডুবে গিয়ে অচেতন হয়ে যায়। পরে আমি তা দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় রাফি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।