জাতীয়

নির্বাচনের আগে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৩ , ৯:০৪:৪১ প্রিন্ট সংস্করণ

Img 20231013 210402

কূটনৈতিক প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংঘর্ষ-সহিংসতার পাশাপাশি সন্ত্রাসবাদের ঝুঁকি এড়াতে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্ট থেকে ‘লেভেল-২ অ্যাডভাইজরি’ বা বাড়তি সতর্কবার্তা জারি করা হয়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল-৩ সতর্ক বার্তা দেয়া হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়,বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।সাধারণ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রা আরো বাড়বে। তাই বাংলাদেশে সফরকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত।

স্টেট ডিপার্টমেন্ট আরো বলেছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অপরাধ ও সন্ত্রাস বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।কোনো সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা ঘটতে পারে। সন্ত্রাসীরা পাবলিক এলাকা যেমন পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার/শপিং মল, রেস্তোরাঁ, উপাসনালয়, স্কুল ক্যাম্পাস এবং সরকারি সেবা সংস্থাগুলোতে এসব হামলা করতে পারে। এছাড়া শান্তিপূর্ণ সমাবেশও সংঘর্ষ-সহিংসতায় রূপ নিতে পারে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।

 

আরও খবর

Sponsered content