নিউজ ডেস্ক: ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে তিন ঘণ্টার জন্য প্রতীকী অনশন করবে বিএনপি।
শনিবার ঢাকায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১০ অক্টোবর ঢাকায় এই অনশন কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে মহানগর উত্তর বিএনপি।উত্তর বিএনপির দপ্তর সম্পাদক (গণমাধ্যম) এবিএমএ রাজ্জাকের সই করা চিঠিতে অনশন কর্মসূচির অনুমতি ছাড়াও নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য ডিএমপি কমিশনারের বরাবর অনুরোধ জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।