কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ফজলুর রহমান ফজলু (৪১) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত ফজলুর রহমান চুয়াডাঙ্গা সদর থানার হকপাড়া গ্রামের সাহেব আলীর পুত্র।
বৃহস্পতিবার (১২ অক্টোবর ) রাত দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলা ৬০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের লাশ মর্গে রাখা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান,ফজলুর রহমান একটি মামলায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে খুলনা জেলা কারাগারে বন্দী ছিল। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য ৩ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আজ সন্ধ্যায় সে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।