আন্তর্জাতিক

হামলার জবাব দিতে ব্যাপক প্রস্তুতি ইসরায়েলের, হামাস মোটেও শঙ্কিত নয়

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ৪:৩২:৪৯ প্রিন্ট সংস্করণ

Img 20231011 134124

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।ধারণা করা হচ্ছে, তারা যে কোনো সময় গাজার ভেতর ঢুকে স্থল হামলা শুরু করতে পারে। এজন্য গাজা সীমান্তের কাছে তিন লাখ সেনা জড়ো করেছে ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে জানিয়েছে ,তারা গাজার কাছে সেনা ছাড়াও অসংখ্য ট্যাংক, কামান ও সামরিক বুলডোজার জড়ো করেছে।

তবে হামাস নেতা গাজী হামাদ জানিয়েছেন,ই সরায়েল সেনাদের জড়ো হওয়া এবং গাজায় সম্ভাব্য হামলা নিয়ে মোটেও শঙ্কিত নন তারা। গাজাভিত্তিক হামাসের এই নেতা আরও বলেছেন, ‘অভিযান শুরুর পর আমরা ইসরায়েলে ১ হাজার ২০০ যোদ্ধাকে পাঠিয়েছি। ইসরায়েলের নিরাপত্তা, ইসরায়েলের গোয়েন্দা তথ্য এবং ইসরায়েল যে একটি সুপার পাওয়ার সেই ভাবমূর্তি নষ্ট করে দিয়েছি।আমরা ভয় পাই না। আমরা শক্তিশালী মানুষ। এই অভিযান অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

 

 

 

 

আরও খবর

Sponsered content