প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ১:৪৬:৩১ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের আসকেলন শহরের বেসামরিক বাসিন্দাদের বিকেল বিকেল পাঁচটার মধ্যে শহর ছেড়ে দেওয়ার সময় শেষ হওয়ার পর নতুন করে আবারো আক্রমণ শুরু করেছে হামাস। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরই মঙ্গলবার রাত থেকে সেখানে মুহুর্মুহু রকেট ছোড়ে গাজার এ সশস্ত্র বাহিনী।কয়েক ডজন ইসরাইলের সদস্যকে জিম্মি করে রাখার খবরও দিয়েছেন হামাস।
পাশাপাশি গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল সেনারা।তবে হামাসের সঙ্গে পেরে উঠছে না ইসরায়েলের সেনারা।
ইসরায়েলের ডেরোট, ইয়াখিনি, কাফার আজা, সুফা, বেইরি, কিবুতজ রেইম, কিসুফিম ও জিকিমের কাছে হোমফ্রন্ট কমান্ড এখনো আটটি স্থানে ফিলিস্তিনি হামাস বাহিনীর সঙ্গে ইসরায়েলের লড়াই চলছে।গাজার সীমান্ত বরাবর নিজ ভূখণ্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারছে না ইসরায়েল।
হামাস-ইসরায়েল যুদ্ধের তৃতীয় দিনের এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেন ‘ইসরায়েলে হামাসের উপস্থিতি প্রত্যাশার চেয়ে অনেক বেশি।হামাস যোদ্ধারা এখনো গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করছে। গাজার আশপাশে সাত থেকে আটটি খোলা জায়গায় এখনো আমাদের যোদ্ধারা এখনো যুদ্ধ করছে।হামাসের সদস্যরা সীমান্ত অতিক্রম করতে যেখানে জড়ো হচ্ছে, ইসরায়েল সেখানে বিমান হামলা চালাচ্ছে।
আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস রোববার সিএনএন-কে জানান, আমরা এখনো ইসরায়েলের ভূখণ্ডে শেষ সন্ত্রাসীকে খুঁজে বের করছি। কিছু কিছু সীমান্ত এখনো খোলা আছে আর সেগুলো অস্থায়ীভাবে ‘প্যাচ আপ’ ও পাহারা দেওয়া হচ্ছে।