জাতীয়

পদ্মা সেতুতে রেল সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ৪:১৪:৪৪ প্রিন্ট সংস্করণ

Img 20231010 145434

নিউজ ডেস্ক: বহুল কাঙ্ক্ষিত পদ্মা রেল সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে ডিজিটাল সুইচ টিপে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) প্রকল্পটির উদ্বোধনের জন্য সকাল সোয়া ১০টার দিকে সরকারি বাসভবন গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।সকাল পৌনে ১১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছান।বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। বেলা পৌনে একটায় চীন থেকে আমদানি করা ১৪টি কোচ দিয়ে প্রস্তুত বিশেষ ট্রেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রীপরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে রওনা করেন।

বিশেষ ট্রেনে বসে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

 

দুপুর পৌনে দুইটায় ফরিদপুর জেলার ভাঙ্গা রেলওয়ে স্টেশনে উপস্থিত হবেন। দুপুর দুইটায় ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। বিকেল চারটায় সড়কপথে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার দুই দিনের সফরের উদ্দেশে রওনা হবেন।

 

 

 

 

আরও খবর

Sponsered content