অপরাধ

মাদকের টাকা জোগাড় করতেই হত্যা করা হয় ব্যবসায়ীকে

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ৪:৫১:২১ প্রিন্ট সংস্করণ

Img 20231008 163758

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে গত ১লা অক্টোবর চরকুতুব খালপাড় এলাকায় সবজি ব্যবসায়ী শুক্কুর আলী হত্যার ঘটনায় ৫ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় হত্যাকান্ড ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়েছে।মুলত মাদকের টাকা যোগাড় করতে ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

গ্রেফতারকৃত হলো ইমন (২০),রুবেল (৩২),দিপু (২২),মন্টু (২০) , হানিফ (২৮)। এরা সবাই কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত।

রবিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান নিজ কার্যালয় সাংবাদিকদের জানান, কদমতলী গোল চত্বর এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে ইমনকে গ্রেফতার করা হয়।পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের আমবাগিচা ও রাজশাহী চারঘাট এলাকা থেকে আরো চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও কয়েকজন আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে।

পুলিশ সুপার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা গেছে,ঘটনার দিন মাদকের টাকা জোগাড় করার জন্য আসামীরা সারারাত ছিনতাই করার জন্য টার্গেট খুজঁছিলো। কিন্তু সারারাত তারা কোন সহজ টার্গেট খুজে পায়নি। এক পর্যায়ে ভোর বেলায় তারা বেশ উগ্র হয়ে যায়। এমন সময় সবজি ব্যবসায়ী শুক্কুর রিক্সায় করে সবজি কেনার উদ্দেশ্যে খালপাড় রাস্তা দিয়ে ঢাকার শ্যামবাজার সবজির আড়তে যাচ্ছিল। পথিমধ্যে ইমন ও রুবেল শুক্কুর রিক্সার গতিরোধ করে। রুবেল রিক্সা আটকে রাখে এবং ইমন সবজি ব্যবসায়ী শুক্কুর এলোপাথারি ছুরিকাঘাত করে। এসময় দিপু, মন্টু ও হানিফ রাস্তা পাহারা দিচ্ছিল যাতে কোন লোক দেখে না ফেলে। ছিনতাইয়ের পর ইমন ও রুবেল শুক্কুরের কাছে থাকা ৩০ হাজার টাকা নিয়ে গিয়ে সবাই মিলে মাদক সেবন করে।

গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ-জামান জানান, গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ডে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এছাড়াও এদের মধ্যে একজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি  দিয়েছে।

আরও খবর

Sponsered content