খেলাধুলা

টাইগারদের বোলিং তোপে লন্ডভন্ড আফগান শিবির

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৩ , ৩:২১:১২ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231007 152031

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ মিশনে প্রথম খেলায় টাইগারদের বোলিং তোপের মুখে দাঁড়াতে পারেনি আফগানরা। মাত্র ৩৭.২ ওভারে ১৫৬ রান করেই অলআউট হয়েছে হাশমতউল্লাহ শহীদির দল।

শনিবার (৭ অক্টোবর) সকালে ধর্মশালায় শুরু হওয়া ম্যাচে আফগানদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই আফগান ওপেনার। তবে সাকিবের আঘাতে দলীয় ৪৭ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রশিদ খানরা। শেষদিকে মেহেদী মিরাজের ঘূর্ণি জাদুতে নাভিন-উল হক ০ রানে আউট হলে দলিয় ১৫৬ রানেই অলআউট অলআউট হয় আফগান শিবির।

প্রথম দিকে ৮.২ ওভারের আগ পর্যন্ত যেন কুল-কিনারাই পাচ্ছিলো না বাংলাদেশ। শেষ পর্যন্ত অধিনায়ক নিজেই ব্রেক থ্রু এনে দিলেন। এরপরও বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণ হয় রহমানুল্লাহ গুরবাজ। তিনি একাই যেন আফগানদের ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন।দলীয় ১১২ রানের মাথায় আউট হন গুরবাজ।মোস্তাফিজের স্লোয়ারে ধরা খেয়ে ৪৭ রানে গুরবাজ আউট হওয়ার পর সব শঙ্কা দুর হয়ে যায়।এরপর শুধুই আফগানদের অলআউট হওয়ার অপেক্ষার পালা। শেষ পর্যন্ত বাকি উইকেটগুলো ভাগাভাগি করে তুলে নিতে মোটেও কষ্ট হয়নি সাকিব, মিরাজ, শরিফুল, মোস্তাফিজ এবং তাসকিনদের।আজমতউল্লাহ ওমরজাই ২০ বলে ২২ রান না করলে আরও আগে অলআউট হতে হতো তাদেরকে। নজিবুল্লাহ জাদরান (৫), মোহাম্মদ নবি (৬), রশিদ খান (৯), মুজিব-উর রহমান ১ এবং নাভিন-উল হক (০) আউট হলেই যবনিকাপাত ঘটে আফগান ইনিংসের।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৯ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তিনি ৩ ওভার মেডেন নেন। ৮ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব।শরিফুল ইসলাম ২ উইকেট ও ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ। কারণটা ছিল, সকালের হালকা ভেজা আবহাওয়ায় পেসাররা সুবিধা নিতে পারবে এমনটা ভেবে ফিল্ডিং নিলেও মাঠে নেমে মোস্তাফিজ, শরিফুল কিংবা তাসকিনরা আফগান ওপেনারদের কাছে নাস্তানা

বুদ হয়।

0Shares

আরও খবর

Sponsered content