আইন-আদালত

কারাবন্দি ধর্ষণ মামলার হাজতির ঢামেকে মৃত্যু

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৩ , ২:৩৪:৪২ প্রিন্ট সংস্করণ

Img20230709155533 01

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি মো: সিদ্দিক শেখ (৪০) নামের এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। সিদ্দিক শেখ মুন্সীগঞ্জের লৌহজং থানার দিঘলী গ্রামের মুসলিম শেখের ছেলে। সে ২০২১ সালে মতিঝিল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় কারাগারে বন্দি ছিল।

শুক্রবার(৬ অক্টোবর ) সকাল নয়টায় হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে সকাল দশটায় মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কারাগারের ভিতরে আজ সকালে সিদ্দিক শেখের রক্তের চাপ কমে গেলে কারা চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা: নন্দিতা দত্ত তাকে মৃত ঘোষণা করে।মৃতের লাশ মর্গে রাখা হয়েছে,ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আরও খবর

Sponsered content