জেলার সংবাদ

কেরানীগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ৮:৪৭:১০ প্রিন্ট সংস্করণ

0Shares
Download (2)

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জুবায়ের (২২) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হোসেনডাঙ্গা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। এ ঘটনায় মোঃ শান্ত (২৫)নামের আরো ১জন আহত হয়ে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে।

বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বিআরটিএ অফিস সংলগ্ন মোঃ ফারুকের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
ভবনের সাইড ওয়াল তৈরীর সময় সাত তলার উপর শান্ত ও জুবায়ের বিদ্যুৎপৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে জুবায়েরকে বিকেল সাড়ে পাঁচটার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদেরকে নিয়ে আসা সহকর্মী মোঃ আবু জানান,হাসনাবাদের ইকুরিয়া বিআরটিএ অফিসের সামনে মোঃ ফারুকের বাসার ৯ তলা বাড়ির ৭তলায় জুবায়ের সহ আরো কয়েকজন মিলে ভবনের সাইড ওয়ালের কাজ করছিলাম। এ সময় পাশেই ইলেকট্রিক মিস্ত্রি শান্ত বিদ্যুতের তার সংযোগের কাজ করছিল। কাজ করার সময় হঠাৎ জুবায়ের ও শান্ত দুইজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জুবায়ের মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জুবায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহত শান্তর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানা নওডোবা গ্রামে। তার হাত পা পুড়ে গেছে এবং মাথায় মারাত্মক যখম রয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন আছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজামান জানান, বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

0Shares

আরও খবর

Sponsered content