বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন,খালেদা জিয়াকে যত দ্রুত সম্ভব বিদেশে নিতে হবে। নয়তো এর সব দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। তবে খালেদা জিয়া কোন শর্ত মেনে বিদেশে যেতে রাজি নয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল।
তিনি জানান,খালেদা জিয়ার লিভারের জটিল রোগের পাশাপাশি দুটি কিডনি দুর্বল হয়ে পড়েছে।১৫ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড দ্রুত তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে।চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার মৌলিক ও সাংবিধানিক অধিকার।সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার দোহাই দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।দণ্ডপ্রাপ্ত অনেকেই বিদেশে চিকিৎসা নিয়েছেন। সারা বিশ্বে এমন অনেক দৃষ্টান্ত আছে। তাছাড়া সিনিয়র আইনজীবীরা অনেকেই বলেছেন সরকার চাইলে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আইনে কোনো বাধা নেই।
তিনি আরো জানান, খালেদা জিয়া পরিবারের সদস্যদের জানিয়ে দিয়েছেন কোনো শর্ত সাপেক্ষে তিনি দেশের বাইরে যাবেন না। সরকার চাইলেই তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। এ জন্য সরকারের সদিচ্ছা দরকার।
খালেদা জিয়া সুস্থ হলে আপনারা নির্বাচনে যাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,হাসিনা সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে যাবে না বিএনপি। আমরা বিশ্বাস করি, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশে চিকিৎসার বিষয়সহ বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে চিঠি পাঠায় দলটি।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।