কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে পূর্ব বন্দ ডাকপাড়া এলাকায় বিরানির দোকান তৈরির জন্য জনগণের চলাচলের ফুটপাত ও রাস্তা দখল করে ইট শুরকির ঢালাই দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ভবন মালিক প্রভাবশালী হওয়ায় সরকারের রাস্তা দখল করার পরেও ভয়ে এলাকার কেউ বাধা দিতে সাহস পাচ্ছে না।
[caption id="attachment_375" align="alignnone" width="300"] ছবিতে দেখা যাচ্ছে ফুটপাত দিয়ে হেটে যাচ্ছে সাধারণ জনগণ। তার অন্তত ১০ ফিট সড়কের ভিতরে ঢুকে গেছে স্থাপনা।[/caption]
সরোজমিনে গিয়ে দেখা যায়, কদমতলী গোল চত্বর থেকে জনি টাওয়ার যাওয়ার দিকে মাত্র ৫০ গজ দূরে রাস্তার পাশে একটি ভবনে তৈরি হচ্ছে কাচ্চি বাড়ি নামে একটি বিরানির দোকান। দোকানটির বিরানির ডেক (পাতিল ) রাখার জন্য ফুটপাত ও মূল সড়কের প্রায় ১০ ফিট জায়গায় ঢালাই দিয়ে রাস্তা দখল করে একটি সেড তৈরি করা হচ্ছে। স্থাপনাটি তৈরি হওয়ার পর বিরানির দোকানের পাতিল রাস্তার উপরে রাখলে তাতে জনগণনের চলাচলে অসুবিধা হবে। সরকারি রাস্তা কিভাবে দখল করছেন জানতে চাইলে ভবন মালিক বাবুল মিয়া চেয়ারম্যানের অনুমতি নিয়ে দখল করে স্থাপনা তৈরি করা হচ্ছে বলে জানান।
এ বিষয়ে জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু বলেন, এ ধরনের কোন অনুমতি আমি দেইনি, রাস্তা দখল করার অধিকার কারো নেই । বিষয়টি আমি মাত্র জানলাম। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এ প্রসঙ্গে জানতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।