অপরাধ

কারাগারের ভেতরে কলম দিয়ে চোখ উপড়ে ফেলা হয়েছে কয়েদির

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ৯:৪৭:০৬ প্রিন্ট সংস্করণ

Images (21)

নিউজ ডেস্ক: নোয়াখালীতে নুর হোসেন বাদল (৩২) নামের এক হাজতির দু’চোখ নষ্ট করে দিয়েছে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মহিন উদ্দিন মহিন (৩০) নামের এক কয়েদী। ভুক্তভোগী বাদল বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের কৃষ্ণপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
রোববার সকালে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাজতির মামা নুর নবী সোহেল অভিযোগ করে বলেন, নারী নির্যাতন মামলায় আমার ভাগনে বাদল দুই বছর ধরে জেলে রয়েছে।আর ৫নম্বর ওয়ার্ডের মহিন মাদক মামলায় কয়েকদিন আগে কারাগারে যায়। আমার ভাগিনা কারাগারে যাওয়ার আগে মাহিনের সাথে একবার ঝগড়া হয়েছিল।তারই শোধ নিতে মাহিন কলম দিয়ে ঘুমের মধ্যে বাদলের দুটি চোখ উপড়ে ফেলার চেষ্টা চালায়। কলমের আঘাতে একটি চোখ নষ্ট হয়ে গেছে ,আরেক চোখের মধ্যে কলমের নিপ রয়ে গেছে।সকাল ৭টার দিকে এক কয়েদি জেল থেকে মুঠোফোনে বিষয়টি আমাকে জানিয়েছে। এরপর আমি নোয়াখালী হাসপাতালে ছুটে যাই। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

নোয়াখালী জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটেনি। জেলের বাইরের শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। সকালে কারাগার আনলক করা হয়। ওই সুযোগে মহিন বাদলকে ঘুমন্ত অবস্থায় কলম দিয়ে দু’চোখে আঘাত করে রক্তাক্ত করে। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে রেফার্ড করেছে।অভিযুক্তের বিরুদ্ধে জেলকোর্ট অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content