প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ৫:১০:৫৮ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় রোডের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের ফিঙ্গারপ্রিন্ট থেকে পরিচয় সনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শুক্কুর (৩৮)।এক সন্তানের জনক শুক্কুর ঢাকার নবাবগঞ্জের আগলা গ্রামের ওয়াজ উদ্দিনের পুত্র। সে নবাবগঞ্জ এলাকায় কাঁচামালের ব্যবসা করত।
নিহতের ছোট ভাই জনি জানান, ভাই শুক্রবার ভোর রাতে কাঁচামাল কেনার জন্য রাজধানীর শ্যাম বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে খবর পাই কে বা কারা আমার ভাইকে ছুরিকাঘাত করে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকায় ফেলে রেখেছে। এ সময় ঘাতকরা তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান জানান, আমবাগিচা খালপাড় সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যা ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে,আজ (রবিবার ১লা অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ আমবাগিচা খালপাড় এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিউজ ডেস্ক/