জাতীয়

বিদেশে যেতে হলে,আগে খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ৩:১৯:৪৮ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231001 151847

নিউজ ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার বিষয়ে তার পরিবারের করা আবেদনে সাড়া দেয়নি সরকার। আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে

রোববার (১ অক্টোবর)দুপুরে আইন মন্ত্রণালয় থেকে মতামত জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সচিবালয়ে নিজ দপ্তরের বাইরে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি জানান, আইন অনুযায়ী খালেদা জিয়াকে আগে কারাগারে যেতে হবে এবং তারপর আদালতে আবেদন করতে হবে।ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১ এর ক্ষমতাবলে শর্তযুক্তভাবে খালেদা জিয়ার সাজা স্থগিত হয়েছে এবং মুক্তি দেওয়া হয়েছে। ৪০১ ধারায় সিদ্ধান্ত হলে তা বাতিল করার সুযোগ নেই, তা আগেই নিষ্পত্তি করা হয়েছে।

খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়টি বাতিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সাজা স্থগিতের আদেশ বাতিল করা মানবিক হবে না। আমরা করবো না।

এর আগে,গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার বিষয়ে চিঠি দেন।

0Shares

আরও খবর

Sponsered content