কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকা থেকে এক অজ্ঞাত (৩২) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় দিকে আমবাগিচা খালপার রাস্তার উপর থেকে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় যুবকের পরনে ছিল আকাশি রঙের স্টেপ গেঞ্জি ও থ্রি কোয়াটার প্যান্ট।
ওই যুবকের পাশে পড়ে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে আলু- পিয়াজের মেমো উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মোঃ জাকির হোসেন জানান, ভোরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা দ্রুত সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সে ছিনতাইয়ের কবলে পড়েছিল বলে মনে করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতের কোন স্বজনদের খোঁজখবর পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।