প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৭:৩৭ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:কেরানীগঞ্জে আগানগর গুদারাঘাট এলাকায় খাজা সুপার মার্কেট-৪ এর দ্বিতীয় তলায় এইচ,এম,টি ওয়াল্ড নামক একটি কাপড়ের শোরুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার(৩০ সেপ্টেম্বর) রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সন্ধ্যার পর মার্কেট এর দোকান বন্ধ করে চলে যাওয়ার পর রাত আটটার দিকে হঠাৎ দোকানের ভিতর থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এ সময় আগুনে শোরুমের ভিতরে থাকা জামাকাপড় পুড়ে যায়।ফায়ার সার্ভিস আসার আগে আগুন নিভাতে গিয়ে দুজন আহত হয়।
শ্যামপুর নদী বন্দর ফায়ার সার্ভিসের লিডার মোঃ এবাদুল্লাহ জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সূত্রপাত ঘটনা ঘটতে পারে। এতে আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।