জেলার সংবাদ

খাগড়াছড়িতে বজ্রপাতে নারীর মৃত্যু

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ১২:০৬:০৩ প্রিন্ট সংস্করণ

Download (1)

খাগড়াছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়ির রামগড় উপজেলার সালদাপাড়া গ্রামে বজ্রপাতে বিশু লক্ষী ত্রিপুরা (৪০) নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে হঠাৎ বজ্রপাতে রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের সালদা নতুন পাড়া এলাকার গৃহবধূ বিশু লক্ষী ত্রিপুরা(৪০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত নারীকে পার্শ্বর্তী মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দীন তাকে মৃত ঘোষণা করেন। সে সালদা নতুন পাড়ার সত্য কুমার ত্রিপুরার স্ত্রী। তিন পুত্র ও দুই কন্যা সন্তানের জননী।

মানিকছড়ি থানার পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের বাড়ি রামগড় উপজেলার সালদা নতুন পাড়া এলাকায়। লাশের সুরতহাল করা হয়েছে। রামগড় থানার পুলিশ আসলে লাশ আইনি প্রক্রিয়া শেষ করে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content