কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার কেরানীগঞ্জে আটিপাঁচদোনা এলাকায় নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যোগসাজশে স্কুলের জমি আত্মসাৎ করে বিক্রির চেষ্টা প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল দশটায় উপজেলার শাক্তা ইউনিয়নের আটি খোলামোড়া সড়কের নুরন্ডির মোড়ে দুপাশে স্থানীয় কয়েক শতাধিক বাসিন্দারা ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা, স্কুলের জমি দখল করে ব্যক্তির সাথে যাতে বিক্রি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সেইসাথে ২৪ বছর ধরে অবৈধভাবে দখল করে থাকা স্কুলের ম্যানেজিং কমিটির অপসারণ দাবি করে স্থানীয়দের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী বেশ কয়েকজনের সাথে আলাপ করে জানা গেছে, স্থানীয় রোজিনা বেগম নামে এক নারী নয়াবাজার স্কুলের জন্য বরাদ্দ ২১০ শতাংশ জায়গার মধ্যে ২৩ শতাংশের জায়গার মালিকানা দাবি করে সিনিয়র সহকারী জজ-১ম আদালতে ২০০৭সালে একটি নোটিশি মামলা দায়ের করে। দীর্ঘ কয়েক বছর শুনানি শেষে দুই পক্ষের আইনজীবির উপস্থিতিতে ২০১৯ সালে পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে মামলাটি খারিজ করে আদালত। পরবর্তীতে মামলার বাদি রোজিনা বেগম অতিরিক্ত জেলা জজ আদালতে আপিল দায়ের করে। অতিরিক্ত জেলা জজ আদালত ২০২৩ সালের এপ্রিল মাসে আপিলটি খারিজ করে পূর্বের রায় বহাল রাখে। আদালতে কোন সুবিধা করতে না পেরে রোজিনা বেগম স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল গফুর, সদস্য সালাউদ্দিন, কামাল উদ্দিন সহ স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর যোগসাজশে জায়গাটি দখল করার পায়তারা করছে।
মানববন্ধনে স্থানীয়দের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ, হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, হাজী জসিম উদ্দিন, মহম্মদ সাইফুল ইসলাম, ফারুক আহমেদ, মোঃ আবুল কাশেম সহ স্থানীয় মুরুব্বিরা অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন ও সরকারের কাছে জায়গাটি দখলমুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেন। মানববন্ধন শেষে ব্যানার ও ফেস্টুন নিয়ে স্থানীয় কয়েক শতাধিক লোক একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাঁচদোনা থেকে শুরু করে নুরন্ডি মোড় ঘুরে খোলামোড়া গিয়ে শেষ হয়।
এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাগজপত্র অনুযায়ী রোজিনা বেগম প্রকৃত ২৩ শতাংশ জমির মালিক। সুতরাং রোজিনা বেগম তার জমি ভোগ দখল করলে স্কুল কমিটির কোন আপত্তি নেই, এবং স্কুল কমিটি এতে কোন বাধা প্রদান করবে না। তবে রোজিনা বেগম প্রকৃত মালিক হলে আদালত কেন তার মামলা খারিজ করে দিল এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোন সদুত্তর উত্তর দিতে পারেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।