বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ।
বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার জিঞ্জিরা বাস রোড এলাকায় থানা আওয়ামী লীগের কার্যালয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন।
এর আগে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর শাহ খুশি,সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আফজাল হোসেন ডিপটি সহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।