বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামে নিজ বাড়িতে খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে তারা। এ অবস্থায় রাতেই চিকিৎসার জন্য বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে নেয়ার পর ফিমা খাতুন মারা যায়।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারিয়া খাতুনের মৃত্যু হয়। তবে তাদের মৃত্যুর আসল রহস্য এখনও সুষ্পষ্ট ভাবে বলতে পারেনি কেউ। পুলিশ ও স্বাস্থ্য বিভাগ প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়ার তথ্য পেলেও ময়না তদন্তর পর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন তারা।
নিহত ফিমা খাতুন ও ফারিয়া খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. নাজিম উদ্দিনের দুই মেয়ে।
ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ও রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জানান, প্রতিদিনের ন্যয় রাতে দুই বোন নিজ ঘরে পড়াশুনা করছিল। এসময় তাদের মা খাবার খেতে বললে তারা টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ে। রাত ১১টার দিক তারা দুইজনই পেটে ব্যাথা অনুভব করে এবং বমি করতে থাকে।
এসময় টের পেয়ে স্বজনরা তাদের চিকিৎসার জন্য নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে ভর্তি করলে রাত দেড়টার দিকে মোছাঃ ফিমা খাতুন (১৫) মারা যায়। আর ফারিয়ার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যায় ফারিয়া।
পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেদওয়ানুর রহিম চিকিৎসকদের বরাত দিয়ে জানান, খাদ্যে বিষক্রিয়া ফারিয়া খাতুন নামে রোগীর মৃত্যুর কারণ বলে প্রাথমিক তদন্তে তারা পেয়েছেন। তবে ময়না তদন্তের পর এ মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহতের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডল জানান, নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফিমা খাতুন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ছিল । তবে তার ময়নাতদন্তের পর সঠিক কারন জানা যাবে। তিনি বলেন, রান্না করা খাবার খোলা থাকায় টিকটিকি বা কোনো প্রাণীর প্রসাব-পায়খানা খাবারে পড়ে বিষক্রিয়া হয়ে থাকতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।