কেরানীগঞ্জ (ঢাকা): মুরগি চুরি করা কে কেন্দ্র করে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে মোঃ আরিফ হোসেন (১৯) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত আরিফ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মরফতগঞ্জ এলাকার জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে রাজধানীর কদমতলী থানার আলমবাগে মানিক মিয়ার বাড়িতে পরিবারের সাথে ভাড়ায় বসবাস করত।
বুধবার(২৭ সেপ্টেম্বর ) রাত দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের পাশে নিহত আরিফের বন্ধু রাকিবের বাসা। আরিফ ও রাকিব এখানে অবস্থান করার সময় তাদের আরেক বন্ধু হাসান সেখানে আসে। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাসান আরিফকে ছুরিকাঘাত করে। পথচারীরা আরিফকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।আঘাত করে পালানোর সময় স্থানীয়রা হাসানকে ধরে পুলিশে সোপর্দ করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ-জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,স্থানীয়রা ছুরিকাঘাত করে পালানোর সময় হাসানকে ধরে পুলিশে সোপর্দ করেছে বিষয়টি সত্য নয়। তবে ঘটনার সময় হাসান সেখানে উপস্থিত ছিল। তাই আমরা তাকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করেছি। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।