আন্তর্জাতিক

বিয়ে বাড়িতে আগুন, বর-কনেসহ শতাধিক নিহত

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ৪:২২:৫০ প্রিন্ট সংস্করণ

Ed9004614e66c275baf30120e233849c

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে বর-কনের ফটোসেশন চলছে, আমন্ত্রিত অতিথিরা সবাই নাচ-গানে ব্যস্ত। এর মধ্যে ভয়াবহ আগুন কমিউনিটি সেন্টারের পুরো ভবন জুড়ে। চিৎকার বাঁচার জন্য আকুতি, কিছুক্ষণের মধ্যেই পড়ে ছাই সবকিছু। ঘটনাস্থলেই বর-কনেসহ শতাধিক মানুষ মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫০ জন।

মঙ্গলবার দিবাগত (২৭ সেপ্টেম্বর ) মধ্যরাতে ইরাকে এক বিয়ের অনুষ্ঠানে ইরাকের নিনেভেহ প্রদেশের আল-হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানকার ডেপুটি গভর্নর হাসান আল-আলাক অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে  বার্তাসংস্থা রয়টার্স ও দেশটির রাষ্ট্রীয় মিডিয়া মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ এবং আহতের সংখ্যা ১৫০ জন বলে জানিয়েছে।

বুধবার ভোরবেলা থেকে বিয়ের অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি কর্মীরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে আতশবাজি ফাটানোর পর আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনটিতে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন সেখানে শত শত মানুষ আনন্দ উদযাপন করছিলেন।

বিয়ের অনুষ্ঠানে অগ্নিকণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সকল সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া এল সুদানী।

 

আরও খবর

Sponsered content