প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৫৪:৪৩ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আব্দুল সোবাহান (৩০) নামের এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
আব্দুল সোবাহান বগুড়ার শিবগঞ্জ থানার চাপাচিল বৈদ্যপাড়া এলাকায় মৃত মোজাম ফকিরের ছেলে। সে দোহার থানায় ২০২১ সালে করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলায় কারাবন্দি ছিল।
মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর ) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবন ২য় তলা ২১৯ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।