জেলার সংবাদ

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির ঢামেকে মৃত্যু

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৫৪:৪৩ প্রিন্ট সংস্করণ

0Shares
1644562484.image 304127 1588580831

কেরানীগঞ্জ (ঢাকা):  ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আব্দুল সোবাহান (৩০) নামের এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
আব্দুল সোবাহান বগুড়ার শিবগঞ্জ থানার চাপাচিল বৈদ্যপাড়া এলাকায় মৃত মোজাম ফকিরের ছেলে। সে দোহার থানায় ২০২১ সালে করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলায় কারাবন্দি ছিল।

মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর ) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবন ২য় তলা ২১৯ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  1. ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, গতকাল সোমবার সকালে কারাগারে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় স্টোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

0Shares

আরও খবর

Sponsered content