নিউজ ডেস্ক: সরকার পরিকল্পিত ভাবে এদেশের রাজনীতি ধ্বংস করছে।এরা জনগণের সরকার নয় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র মহাসচিব মীর্জা ফফরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সরকারের পদত্যাগ, পার্লামেন্ট বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির ১দফা দাবিতে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন।
তিনি বলেন,এই ফ্যাসিস সরকার ক্ষমতায় থেকে গণতন্ত্রগামী মানুষকে হামলা মামলা দিয়ে জেলে রেখেছেন। আওয়ামী লীগ জানে তত্ত্বাবধায়ক সরকার থাকলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না।এজন্য বিচারপতি খায়রুল হকের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়েছে।
ফখরুল আরো বলেন, কোনো তালবাহানা নয়, দ্রুত পদত্যাগ করেন। এই সরকার সহজে কথা শুনবেনা আন্দোলনের মাধ্যমে তাদেরকে হঠাতে হবে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলেগেছে, আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন চালিয়ে ক্ষমতায় রয়েছে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমেরিকার ভিসানীতি নিয়ে বলেন আমরা মুক্তিযোদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি সেই দেশকে এমন একটা পরিস্থিতি পরতে হয়েছে, যাদের জন্য এই অবস্থা হয়েছে তাদেরকে বিচার করা উচিত। খালেদা জিয়ার জনপ্রিয়তাকে এই সরকার ভয় পায়।এজন্য তাকে সুচিকিৎসার জন্য পাঠাচ্ছে না,খালেদা জিয়ার কিছু হলে সরকার পালানো পথ খুঁজে পাবে না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।