জাতীয়

রাজধানীর লালবাগে ইন্ডাস্ট্রিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২০:১৫ প্রিন্ট সংস্করণ

0Shares
Received 703195064993360

রাজধানীর লালবাগে ডজ মেটালাইজিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি  নামক একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে বেশ কিছু সময় লাগবে। ভবন থেকে ধোঁয়া বের হওয়ায় এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর (অপারেশন) কামাল উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে ভবন থেকে ধোঁয়া বের হওয়ায় এখনো ফায়ার সার্ভিস কাজ করছে।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ফায়ার সার্ভিসে দুটি ইউনিট বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

0Shares

আরও খবর

Sponsered content