জেলার সংবাদ

বিষপানে একই পরিবারের চারজনের আত্মহত্যা চেষ্টা,তিনজনের মৃত্যু

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৫২:৩৩ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20230923 wa0021

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে নেওয়ার পথে আপন ৩ ভাই বোনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী ও তার ৩ সন্তানসহ বিষ পান করেন। পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে রাগ করে যমুনা বেগম (৩৫) ও তার ৩ সন্তানসহ নিজ বসত বাড়িতে সবাই বিষপান করার পর চিৎকার চেঁচামেচি করলে এক পর্যায়ে প্রতিবেশীরা এসে তাদেরকে চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছালে কতব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহেদ (৫) মো. তামজীদ (১৩) ও মেয়ে সাকিবা( ১৪) মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে নিহতদের মা যমুনা বেগম (৩৫)।

এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের কারনেই ঘটনাটি ঘটেছে। এব্যাপারে এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

0Shares

আরও খবর

Sponsered content