নিজস্ব প্রতিবেদক:নোয়াখালীর চাটখিলে বাগানের ভেতর থেকে রনি পলোয়ান (৩২) নামের এক যুবলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।সে চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ড সুন্দলপুর এলাকার শাহজাহান পলোয়ানের ছেলে। পেশায় সিএনজি চালক রনি পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাস খেলা কে কেন্দ্র করে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক পুলিশ হত্যা প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক নারী বাগানে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করে। লোকজন এগিয়ে এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে স্থানীয়রা লাশ দেখতে গিয়ে এটি রনির লাশ বলে শনাক্ত করে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।