আইন-আদালত

ত্রেয়দশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ১:৪৪:৩৮ প্রিন্ট সংস্করণ

EcDx281125

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি যখন চূড়ান্তের পথে, ঠিক তখনই পুরো প্রক্রিয়া স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিটটি দায়ের করেন।

রিট আবেদনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না—সে বিষয়ে রুল জারির অনুরোধ জানানো হয়েছে।

সাথে আরও বলা হয়েছে, রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিতে হবে।

প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করে করা এই রিটের শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী।

উল্লেখ্য, এর আগে ২৯ নভেম্বর সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এন/টি #

আরও খবর

Sponsered content