অপরাধ

কেরানীগঞ্জে তালাবদ্ধ ঘরের ভেতর অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু 

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৬:৪৬:৩২ প্রিন্ট সংস্করণ

Screenshot 20251127 182802 Gallery

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বাইরে থেকে তালাবদ্ধ ঘরের ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এক মহিলা দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ঘরটিতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আরধী কানাইপাড়া গ্রামের সামছু উদ্দিন মিয়ার দুই মেয়ে সালমা বেগম ও সামছুন্নাহার বেগম ভাড়ায় বসবাস করত। তবে এদের মধ্যে কে মারা গিয়েছে তা এখনো সনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার(২৭ নভেম্বর ) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকার দোলন হোসেনের তৃতীয় তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আমরা ভেতরে গিয়ে দেখি এক নারীর দগ্ধ দেহ পড়ে আছে। আগুনে ঘরটিতে থাকা একটি ফ্রিজ ও কিছু আসবাবপত্র ক্ষতি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও আশেপাশের দুটি রুম সম্পূর্ণ অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ ইলিয়াস হোসেন জানান,বিষয়টি তদন্ত চলছে,তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

 

এন/টি #

 

 

 

 

 

আরও খবর

Sponsered content