জেলার সংবাদ

কেরানীগঞ্জে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ৩:১০:৫৯ প্রিন্ট সংস্করণ

Img 20230923 Wa0021

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে আফরীন জাহান রিতু(২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত আফরীন জাহান রিতু নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মদনপুর এলাকার আসাদ মিয়ার মেয়ে। কাউটাইল পূর্বপাড়া এলাকার আরিফ হোসেন শ্যামলের ছেলে রিফাতের সাথে গত বছরের ডিসেম্বর মাসে বিয়ে হয়েছিল।

শনিবার(২৩ সেপ্টেম্বর) দুপুর বারোটায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাইল পূর্বপাড়া এলাকায় মৃতের শশুর বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে জাজিরা পুলিশ ফাঁড়ি।

গৃহবধূ আফরিনের শশুর আরিফ হোসেন শ্যামল জানান, তার ছেলে রিফাত প্রতিদিন সকাল ছয়টায় কাজে চলে গেলে পুত্রবধূ আফরিন সাড়ে দশটা এগারোটা পর্যন্ত দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকে। প্রতিদিনের মতন আজও ১১ টার দিকে ভিতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে সন্দেহ হলে স্থানীয় মেম্বারকে ডেকে আনি। তারপর জানালা ভেঙে দেখতে পাই পরনের ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে চিরকুটে কি লেখা ছিল তা জানা যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ-জামান জানান, ঘটনার খবর পেয়ে আমাদের জাজিরা পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে‌ এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজ ডেস্ক,#

 

আরও খবর

Sponsered content