নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপজেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের জিনজিরা বন্দ ছাটগাও এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কেরানীগঞ্জ উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক মিনহাজ মিনার কমিটির বাকী সদস্যদের পরিচয় করিয়ে দেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আরাফার রহমান মৃত্যুর পর ২০১৫ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। তখন বিএনপি ২/৩ জন নেতাকর্মী একসাথে বসে কথা বলতে পারত না। এই দুঃসময়ে আমরা সংগঠন তৈরি করে সারাদেশে কমিটি দিয়েছি। আর এখন আমাদের সুসময়, তাই দলকে কিভাবে শক্তিশালী করে আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে আনা যায় তা নিয়ে আমাদের কাজ করতে হবে।
এতে অন্যান্যের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ উল্লাহ মজুমদার মানিক, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল বারী শিপু,কেন্দ্রীয় সংগঠক বজলুর রশিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।