নিউজ ডেস্ক:নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এ তথ্য দেন। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপের প্রথম পর্বে ৪০টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
তিনি বলেন, “তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষকদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। আগামী সংসদ নির্বাচন সম্পূর্ণ অংশগ্রহণমূলক হবে। কোনো পর্যবেক্ষক ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতিত্ব করতে পারবে না। যোগ্যতাহীন বা মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই।”
সানাউল্লাহ আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এ বিষয়ে যেকোনো ব্যত্যয় রোধে কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন।”
তিনি জানান, বিদেশিরা দেশীয় সংস্থার হয়ে পর্যবেক্ষক হতে পারবেন না; তারা বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিজ নিজ আইন অনুযায়ী আবেদন করতে পারবেন। ফ্রিল্যান্স পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হবে না। নির্বাচনের আগের দিন, ভোটের দিন এবং পরের দিন — মোট তিন দিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষক শনাক্ত করতে পরিচয়পত্রে বিশেষ কিউআর কোড ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।