জাতীয়

ভোটার তালিকা প্রস্তুত শুরু, বন্ধ থাকছে এনআইডি সংশোধন কার্যক্রম

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ২:৫১:৪০ প্রিন্ট সংস্করণ

Screenshot 20251124 144722 Google

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন। তিনি জানান, বিকেল চারটার পর থেকে ভোটার তালিকা জেনারেটর কার্যক্রম চালু হবে। এ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এনআইডি সংশোধন সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। কমিশনের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সেবা স্থগিতই থাকবে। সাধারণত জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু হয় না।

সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

নির্বাচনকে ঘিরে পূর্ণমাত্রায় প্রস্তুতি নিচ্ছে ইসি, তবে এনআইডি সেবা বন্ধ থাকায় সংশোধনের প্রয়োজনীয়তা থাকা নাগরিকদের নির্বাচনের পরে অপেক্ষা করতে হবে।

আরও খবর

Sponsered content