জাতীয়

‘ভূমিকম্পে আতঙ্ক নয়, প্রস্তুতি জরুরি’—বিদ্যালয় বন্ধের প্রশ্নে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ৮:০০:৫১ প্রিন্ট সংস্করণ

Screenshot 20251123 194222 Google

নিউজ ডেস্ক:ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, “ভূমিকম্প যে কোনো সময় হতে পারে—তাই আতঙ্ক নয়, বরং সতর্কতা ও প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” বিদ্যালয়গুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আরও জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে আছে এবং বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।

তিনি বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির সর্বোচ্চ চেষ্টা চলছে। মামলা শেষ হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর শূন্য হওয়া পদগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এন/টি #

আরও খবর

Sponsered content