জাতীয়

‘স্যালুট ভাই’ রিকশাচালক সুজন এনসিপির মনোনয়ন নিতে যাচ্ছেন

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ৪:২৮:৫০ প্রিন্ট সংস্করণ

Untitled

নিউজ ডেস্ক:গত জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে রাতারাতি সারা দেশে পরিচিত হয়ে ওঠা রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সুজনের সেই প্রতীকী স্যালুট তাকে মানুষের ভালোবাসা ও সম্মান এনে দেয়। এবার সেই জনপ্রিয়তাকেই ভিত্তি করে তিনি জাতীয় নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। তবে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানাননি।

এর আগে জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মণও একই দল এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।

আজ বৃহস্পতিবার এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। সকালে দলটির মুখ্য সমন্বয়ক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দলটি এবার মোট তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সুজনের রাজনীতিতে প্রবেশকে অনেকেই নতুন প্রজন্মের প্রতীকী প্রতিবাদী চেতনার ধারাবাহিকতা হিসেবে দেখছেন। এখন দেখার বিষয়, স্যালুট দিয়ে আলোচনায় আসা এই রিকশাচালক কি-না নির্বাচনী মাঠেও নতুন চমক দেখাতে পারেন।

এন/টি #

আরও খবর

Sponsered content