কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে রাজ্জাক(৩৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের রবিউল ইসলাম এর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে ডাকাত পড়েছে এমন চিৎকার শুনে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে সন্দেহজনকভাবে এক যুবককে আটক গণধোলাই দিয়ে পুলিশে খবর দিলে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমি শুনেছি তবে বর্তমানে আমি হাজিরার জন্য কোর্টে থাকায় বিস্তারিত তথ্য দিতে পারছিনা। পরে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।