অপরাধ

হাইকোর্ট এলাকায় ২৬ টুকরো লাশ উদ্ধার:মূল অভিযুক্ত গ্রেফতার

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ১০:৫৮:৫১ প্রিন্ট সংস্করণ

Screenshot 20251114 224546 Facebook

নিউজ ডেস্ক: বন্ধুর সঙ্গে তিনদিন আগে ঢাকায় এসে হত্যাকাণ্ডের শিকার হন রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক। ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজধানীতে। এ ঘটনায় মূল অভিযুক্ত আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার প্রেমিকাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পৃথক বার্তায় ডিবি ও র‌্যাব এ তথ্য নিশ্চিত করে।

ডিবি জানায়, আশরাফুলকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে জরেজকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ।

অপরদিকে, র‌্যাব জানায়, ব্যবসায়ী আশরাফুলকে হত্যা করে লাশ খণ্ড-বিখণ্ড করার মামলায় মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

এর আগে, শুক্রবার সকালে নিহত আশরাফুলের বোন শাহবাগ থানায় জরেজকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এন/টি #

 

আরও খবর

Sponsered content