প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৫ , ২:১১:০৫ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার রাজনীতিতে নতুন উচ্ছ্বাসের ঢেউ তুললেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলার (দক্ষিণ) আহবায়ক শেখ ফয়সাল। তিনি গতকাল বুধবার রাতে (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী ও যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার হাত থেকে ঢাকা-৩ আসনের মনোনয়নপত্র গ্রহণ করেন। ফয়সাল কেরানীগঞ্জের জিনজিরা কুইশারবাগ এলাকার কৃতি সন্তান।

মনোনয়নপত্র গ্রহণের সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় কর্মীরা এবং তৃণমূলের অসংখ্য তরুণ সমর্থক উপস্থিত ছিল।এ সময় “সময় এখন পরিবর্তনের, নেতৃত্ব শেখ ফয়সালের”স্লোগানে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।

মনোনয়ন গ্রহণের পর নেতাকর্মীদের সাথে শেখ ফয়সাল
মনোনয়ন গ্রহণের পর এক দৃপ্ত কণ্ঠে শেখ ফয়সাল বলেন,“আমি তৃণমূলের মানুষদের ভালোবাসা ও বিশ্বাস নিয়েই মাঠে নামছি। আমার রাজনীতি উন্নয়ন, মানবতা ও পরিবর্তনের রাজনীতি। এই দেশ বদলাবে জনগণের হাতে—যুবশক্তির অগ্রযাত্রায়।”
তিনি আরও বলেন, সময় এসেছে পুরনো রাজনীতির গণ্ডি ভেঙে নতুন স্বপ্ন গড়ার। কেরানীগঞ্জ থেকে শুরু হবে একটি নতুন রাজনৈতিক জাগরণের সূচনা—যেখানে জনগণই হবে শক্তি, আর পরিবর্তন হবে বাস্তবতা।

















