জাতীয়

কেরানীগঞ্জে শেষ হলো তাবলীগ জামাতের জোড় ইজতেমা

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৫ , ২:৪৬:৫৯ প্রিন্ট সংস্করণ

IMG 20251111 WA0001

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো পাঁচ দিনব্যাপী তাবলীগ জামাতের (সাদপন্থী) জোড় ইজতেমা।

মঙ্গলবার (১১ নভেম্বর) ফজর নামাজ শেষে আখেরি বয়ানের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরুর পর সকাল ১০:৫৫ মিনিটে মোনাজাত শুরু হয়।এতে ভারতীয় নাগরিক মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ মোনাজাত পরিচালনা করেন। প্রায় আধ ঘন্টা স্থায়ী আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণসহ বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়েছে।

এ সময় মাওলানা সাদ সাহেবের ছোট ছেলে মাওলানা সাঈদ বিন সাদসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় পাঁচ শতাধিক বিদেশি মেহমান ও প্রায় অর্ধলক্ষাধিক তাবলীগ জামাতের সদস্য মোনাজাত অংশগ্রহণ করে।

এর আগে,কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের মেকাইল কাশিমালতা এলাকায় আয়েশা হাউজিং ও অবকাশ হাউজিং প্রজেক্ট এর বালু ভরাটকৃত মাঠে গত ৭ নভেম্বর সকাল থেকে আম বয়ানের মাধ্যমে পাঁচ দিনব্যাপী তাবলীগ জামাতের জোড় ইজতেমা শুরু হয়েছিল।

উল্লেখ্য: আগত মুসল্লিদের মধ্যে ৯ ও ১০ই নভেম্বর দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়াও কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার ব্যাপক নজরদারির ব্যবস্থা ছিল।

 

এন/টি #

 

 

 

 

 

আরও খবর

Sponsered content