নিউজ ডেস্ক:রাজধানীর সদরঘাট জজ কোর্ট এলাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন নামে এক যুবককে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত তারিক লক্ষ্মীপুর সদর থানার শমসেরাবাদ গ্রামের মোবারক কলোনী এলাকার এস এম ইকবালের ছেলে এবং বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর শ্যালক। তবে তিনি কি কারনে কোর্ট প্রাঙ্গণে এসেছিলেন বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে কোর্ট এলাকার দিক থেকে জিন্স প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি পরিহিত এক ব্যক্তি দৌড়ে ন্যাশনাল হাসপাতালের মুল ফটকের ভেতরে প্রবেশ করছে। তার পেছনে অস্ত্রধারী দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করছে। এ সময় শত শত লোক বিষয়টি দেখলেও কেউ সামনে এগিয়ে আসেনি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।