অপরাধ

কেরানীগঞ্জে নকল ঔষধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল পরিমাণ ওষুধ জব্দ

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৫:৫৩:৪৭ প্রিন্ট সংস্করণ

20251104 134931

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে  জিটিএন অর্গানিক নামে একটি নকল ঔষধ ও প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ লক্ষ টাকা নকল ভেজাল ঔষধ ও প্রসাধনী এবং ঔষধ তৈরির কাঁচামালসহ মেশিনারিজ জব্দ করেছে  র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুর বারোটায় দক্ষিন কেরানীগঞ্জ শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকার মদিনা নগর আবাসিক এলাকায় একটি বাড়িতে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির ভেতর থেকে ফাস্ট পেইন রিলিফ, জেনুইন রিফাইন্ড ফুড,জেনুইন ফিট এন্ড স্লিম, এনার্জি বুস্টার নামে  যৌন উত্তেজক পাউডার সহ ২৬ টি নকল পন্য জব্দ করা হয়। তবে এ সময় প্রতিষ্ঠানটিতে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকল ঔষধ প্রস্তুতির খবর পেয়ে ওষুধ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। অভিজান কালে তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। আমরা প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা ও সমস্ত মালামাল এবং মেশিনারিজ জব্দ করেছি। বিধি অনুযায়ী এ সমস্ত নকল ঔষধ ধ্বংস করা হবে।

অভিযান কালে ওষুধ প্রশাসন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রশিদ, ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক হাসিবুর রহমানসহ র‍্যাব-১০ একটি টিম সহযোগিতা করে।

 

এন/টি #

আরও খবর

Sponsered content