জাতীয়

অল্প বয়সে ছাত্র রাজনীতি নয়,বিশ্ববিদ্যালয়ের গিয়ে করবে: নিপুন রায় 

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৫ , ৪:৩৭:৫৯ প্রিন্ট সংস্করণ

Vid 20251025 125609

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: “আমি নিজে অল্প বয়সে ছাত্র রাজনীতিতে ছেলেমেয়েদের জড়িয়ে পড়তে নিরুৎসাহিত করি” বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) সকালে গুলজারবাগ দুর্জয় অ্যাসোসিয়েশনের আয়োজনে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে এসএসসি-২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসএসসি পাশ করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হলে রাজনীতি করতে হবে এর কোন বাধ্যবাধকতা নেই। গত বছর জুলাই আন্দোলনে অনেকেই রাজনীতি না করেও ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আন্দোলনে অংশ নিয়েছিল। তাদের মধ্যে হাজারো শহীদদের কোন রাজনৈতিক পরিচয় নেই।
তিনি আরো বলেন,আজকের ছাত্র ছাত্রীরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে,সেজন্য রাজনীতির প্রয়োজন আছে। তবে রাজনীতি করার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। কলেজ জীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমরা রাজনীতি করবে। আর রাজনীতি করার সময় রাজনীতি যেন ছাত্রদের কল্যাণে হয় দেশের কল্যাণে হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে।
গোলজারবাগ দুর্জয় অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু, দক্ষিন কেরানীগঞ্জ থানা তাঁতিদলের সভাপতি হোসাইন মোহাম্মদ হীরা সহ কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃতিশিক্ষার্থী এবং তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এন/টি #

আরও খবর

Sponsered content