প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৪:০২:৫০ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আন্তজেলা গাড়ি চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ।গ্রেফতারকৃতরা হল, বিল্লাল ওরফে রনি (৩৬), শফিকুল ইসলাম(৫৫), সজীব সিকদার (২৮), মোহাম্মদ সেলিম (৪৫) ও মাসুদ আলম (৫৫)।

রবিবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে জানান,দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল এলাকা থেকে একটি ড্রাম ট্রাক চুরির ঘটনা তদন্তে নেমে কেরানীগঞ্জের দক্ষিণ ও মডেল এবং সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে যশোরের কোতোয়ালি এলাকা থেকে মাসুদ আলম নামে এক গ্যারেজে মালিককে গ্রেফতার ও তার গ্যারেজ থেকে ৪টি চোরাই ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা দক্ষিন ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, উপ-পরিদর্শক মনির হোসেন সহ জেলা ডিবির বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

















