নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর অফিস খুলতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, দক্ষিন কেরানীগঞ্জর কোন্ডা ইউনিয়নের মোল্লা বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম নির্বাচনী অফিস খোলার জন্য মোল্লা বাজার এলাকায় ইসমাইল হোসেনের মালিকানাধীন ভবনে একটি রুম ভাড়া নিয়ে গতকাল বৃহস্পতিবার অফিস উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধনের পর কোন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি নূর হোসেন নূরু ভবন মালিক ইসমাইলকে ডেকে নিয়ে তাকে জিজ্ঞেস না করে জামায়াত ইসলামীকে কেন ভবন ভাড়া দেওয়া হয়েছে জানতে চেয়ে জোড়পূর্বক অফিসের চাবি নিয়ে যায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে।
জায়ামাত নেতা জিয়াউর রহমান জানান, মোল্লার বাজারে আমরা অফিস ভাড়া নিলে আমাদের জামায়াত ঢাকা ৩ আসনে এমপি প্রার্থী উদ্বোধন করেছেন। পরদিন অফিসের মালিক জানায় তার কাছ থেকে বাজার কমিটির সভাপতি ও কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন নুরু চাবি নিয়ে গেছে। মোল্লার বাজারেই বিএনপির তিনটি ক্লাব রয়েছে। অথচ বিএনপি'র উপর মহলের নির্দেশে নুরু তার দলবল নিয়ে আমাদের অফিস খুলতে বাধা দিচ্ছে।
এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক জামায়াতের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের নেতৃত্বদেন তেঘরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হানিফ মিয়া।
চাবি নেওয়া ও হুমকি বিষয়ে জানতে নূর হোসেন নুরুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন জানান, জামাতের নেতাকর্মীরা থানা এসেছিল, হুমকি দেয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। জাজিরা ফাড়ির ইনচার্জ কে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।