কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ সময় যুবকের পরনে ছিল কালো ফুলপ্যান্ট ও ধূসর টি-শার্ট। মরদেহটি পানিতে থেকে ফুলেঁফেপে যাওয়ায় সুরতহালের সময় আঘাতের কোন চিহ্ন বুঝা যায়নি।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের সালাম চেয়ারম্যান রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, পথচারীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দীর্ঘক্ষণ পানিতে থাকায় পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে পারেনি। তবে মরদেহের পকেটে একটি বাটন ফোন পাওয়া গেছে। তার সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এন/টি#
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।