অপরাধ

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত প্রবাসী যুবক

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৫ , ৮:২৮:৩৪ প্রিন্ট সংস্করণ

20251002 202539

নিউজ ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক মালয়েশিয়া প্রবাসী যুবক। আহত ব্যক্তির নাম মো. রাসেল (৪৫)। তিনি তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী এলাকার সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রাসেলের পথরোধ করে। উসমান মোল্লার ছেলে আকাশ মোল্লা (৩০), হাকিম মিয়ার ছেলে সিয়াম (২৩)সহ কয়েকজন তাকে ঘিরে ফেলে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা প্রথমে এলোপাতাড়ি মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ছিনতাইয়ের সময় আকাশ মোল্লা ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করতে চাইলে রাসেল সরে যান। এতে চাকুটি তার পায়ে লাগে। এরপর ছিনতাইকারীরা জোর করে তার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এলাকাবাসীর অভিযোগ, আকাশ মোল্লা দীর্ঘদিন ধরে রাজেন্দ্রপুর ও তেঘরিয়া এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছে। তিনি ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িত। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এসব অপরাধ করে বেড়ালেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। কয়েক বছর আগে বিদেশে একজনকে খুন করে দেশে পালিয়ে এসেছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় গাড়িচালক আসিনুর রহমান আনিস বলেন, “আকাশ মোল্লা প্রায়ই রাতে ঝিলমিল ও তেঘরিয়া আন্ডারপাস এলাকায় গাড়ি আটকে ছিনতাই করে। আমরা জানি, দেখি, কিন্তু ভয়ে কিছু বলার সাহস পাই না।”

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, “অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এসব অপরাধ করে বেড়ালেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। কয়েক বছর আগে বিদেশে একজনকে খুন করে দেশে পালিয়ে এসেছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় গাড়িচালক আসিনুর রহমান আনিস বলেন, “আকাশ মোল্লা প্রায়ই রাতে ঝিলমিল ও তেঘরিয়া আন্ডারপাস এলাকায় গাড়ি আটকে ছিনতাই করে। আমরা জানি, দেখি, কিন্তু ভয়ে কিছু বলার সাহস পাই না।”

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন  বলেন, “অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এন/টি #

আরও খবর

Sponsered content