কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নিন্দা খান(১৯) নামে ভারতীয় এক মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিন্দা খান ভারতের রাজস্থান প্রদেশের পিরোয়া ঝালয়ার এলাকার আব্দুল আজিজ খান ও ফাহিদা খান দম্পতির মেয়ে। সে বাংলাদেশে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। গতকাল মেডিকেল কলেজের পরীক্ষায় নকল করার অপবাদ দিয়ে তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় মানসিক চাপে ও অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউয়ে এ-ব্লকে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ৩য় তলায় A-3 ফ্লাটের পূর্ব পাশের রুম থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, প্রাথমিকভাবে আলামত অনুযায়ী এটা আত্মহত্যা ধারণা করা হচ্ছে।গতরাত আড়াইটা থেকে ভোর ছয়টার মধ্যে যেকোনো সময় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। তবে পরীক্ষার যে বিষয়টি বলা হয়েছে নাকি অন্য কোন কারণে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।